গোপন সূরার গোপন খবর:পর্ব-৪র্থ
গোপন সূরার গোপন খবর:পর্ব-৪র্থ
৭৪:৩০ "ইহার উপর ১৯।"
ক্রমিক নং |
সূরা নং |
সূরার নাম |
অক্ষর দিয়ে শুরু সেট |
১ |
২ ৩ ২৯ ৩০ ৩১ ৩২ |
সাজদা |
আলিফ, লাম, মীম। |
২ |
৭ |
আলিফ, লাম, মীম, ছোয়াদ। |
|
৩ |
১০ ১১ ১২ ১৪ |
আলিফ, লাম, র। |
|
৪ |
১৩ |
আলিফ, লাম, মীম, র । |
|
৫ |
কাফ , হা, ইয়া, আইন, সাদ । |
||
৬ |
তোয়া, হা । |
||
৭ |
ত্বা, সীন, মীম। |
||
৮ |
ত্বা, সীন । |
||
৯ |
ইয়া-সীন |
ইয়া, সীন |
|
১০ |
ছোয়াদ। |
||
১১ |
৪১ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ |
হা, মীম। |
|
১২ |
হা, মীম। আইন, সীন, ক্বা-ফ। |
||
১৩ |
ক্বাফ । |
||
১৪ |
নূন। |
১)
১৪টি (আলিফ, লাম, মীম, ছোয়াদ, র , ইয়া, আইন, সাদ, তোয়া, হা, ত্বা, সীন, ক্বা-ফ, নূন) অক্ষর ২৯টি সূরার শুরুতে ১৪ ধরনের সেট গঠন করেছে। লক্ষনীয়, ১৪+২৯+১৪ =৫৭ (১৯*৩=৫৭)।
রহস্যটা যদি এখানেই শেষ হয়ে যেতো!
২)
শুধু অক্ষর দিয়ে শুরু ১ম সূরার নাম সূরা বাকার (২) এবং অক্ষর দিয়ে শুরু শেষ সূরার নাম সূরা কালাম (৬৮)।
সূরা বাকারা (২) থেকে সূরা কালাম (৬৮) পর্যন্ত মোট ৩৮টি সূরা আছে যেগুলো শুধু অক্ষর দিয়ে শুরু হয় নাই অর্থাত বাক্য দিয়ে শুরু যেমন: হে মানব সমাজ!.....(৪:১),মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ন কর।....(৫:১) ইত্যাদি।
লক্ষনীয়, ৩৮=১৯*২।
রহস্যটা যদি এখানেই শেষ হয়ে যেতো!
ক্রমিক নং |
সূরার নাম |
১ম আয়াত |
২) বাকারা |
আলিফ, লাম, মীম। |
|
১ |
৪) সুরা নিসা |
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর,... |
২ |
৫) সুরা মায়েদা |
মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ন কর।... |
৩ |
৬) সুরা আন’য়াম |
সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ... |
৪ |
৮) সুরা আনফাল |
আপনার কাছে জিজ্ঞেস করে, গনীমতের হুকুম।... |
৫ |
৯) সুরা তাওবা |
সম্পর্কচ্ছেদ করা হল আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে... |
৬ |
১৬) সুরা নাহল |
আল্লাহর নির্দেশ এসে গেছে।... |
৭ |
১৭) সুরা বনী-ইসরাঈল |
পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি,... |
৮ |
১৮) সুরা কা’হফ |
সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন... |
৯ |
২১) সুরা আম্বিয়া |
মানুষের হিসাব-কিতাব ের সময় নিকটবর্তী... |
১০ |
২২) সুরা হাজ্জ্ব |
হে লোক সকল! তোমাদের পালনকর্তাকে ভয় কর।... |
১১ |
২৩) সুরা মু’মিনুন |
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,... |
১২ |
২৪) সুরা নুর |
এটা একটা সূরা যা আমি নাযিল করেছি... |
১৩ |
২৫) সুরা ফুরকান |
পরম কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার প্রতি ফয়সালার গ্রন্থ অবর্তীণ করেছেন... |
১৪ |
৩৩) সুরা আহযাব |
হে নবী! আল্লাহকে ভয় করুন... |
১৫ |
৩৪) সুরা সা’বা |
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভোমন্ডলে যা আছে... |
১৬ |
৩৫) সুরা ফাতির |
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও যমীনের স্রষ্টা |
১৭ |
৩৭) সুরা সাফফাত |
শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো... |
১৮ |
৩৯) সুরা যুমার |
কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী |
১৯ |
৪৭) সুরা মুহাম্মাদ |
যারা কুফরী করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে... |
২০ |
৪৮) সুরা ফাতাহ |
নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি... |
২১ |
৪৯) সুরা হুজুরাত |
মুমিনগণ! তোমরা আল্লাহ ও রসূলের সামনে অগ্রণী হয়ো না... |
২২ |
৫১) সুরা যারিয়া’ত |
কসম ঝঞ্ঝাবায়ুর। |
২৩ |
৫২) সুরা তুর |
কসম তূরপর্বতের |
২৪ |
৫৩) সুরা নাজম |
নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়। |
২৫ |
৫৪) সুরা ক্বামার |
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। |
২৬ |
৫৫) সুরা আর-রহমান |
করুনাময় আল্লাহ। |
২৭ |
৫৬) সুরা ওয়াক্বিয়া |
যখন কিয়ামতের ঘটনা ঘটবে, |
২৮ |
৫৭) সুরা হাদীদ |
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, ... |
২৯ |
৫৮) সুরা মুজাদালাহ |
যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে... |
৩০ |
৫৯) সুরা হাশর |
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর... |
৩১ |
৬০) সুরা মুমতাহিনা |
মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে... |
৩২ |
৬১) সুরা সফ |
নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে... |
৩৩ |
৬২) সুরা জুম’য়া |
রাজ্যাধিপতি, পবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর |
৩৪ |
৬৩) সুরা মুনাফিক্বুন |
মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ... |
৩৫ |
৬৪) সুরা তাগাবুন |
নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে... |
৩৬ |
৬৫) সুরা তালাক |
হে নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও... |
৩৭ |
৬৬) সুরা তাহরীম |
হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন,... |
৩৮ |
৬৭) সুরা মুলক |
পূণ্যময় তিনি, যাঁর হাতে রাজত্ব। ... |
নূন। |
Created with the Personal Edition of HelpNDoc: Full-featured Documentation generator