আল্লাহ মোহর মেরে দিয়েছেন!
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।সুরা বাকারা-৭
আল্লাহ মোহর মেরে দিয়েছেন বলেই মানুষ সত্যবিমুখ কিংবা অবিশ্বাসে নিপতিত হয়। তাহলে মানুষের দোষ কোথায়!
জবাব:
মূলত মোহর মারা কথাটা শুনার পর আমাদের একটি বিষয় পরিষ্কার হওয়া উচিত তা হল, মোহর মেরেছে বলেই কি আমরা সত্য গ্রহন করছি না?নাকি আমরা সত্য গ্রহন করছি না বলেই আল্লাহ মোহর মেরে দিয়েছেন।আল্লাহ কোরআনে বলেন-
সুরা মুনাফিকুন-৩
এটা এজন্য যে, তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে।
সুরা সফ-৫
অতঃপর তারা যখন বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন।
এ আয়াতদ্বয়ে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মানুষের অবিশ্বাসের জন্যই মুলত আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেরে দিয়েছেন।মোহর মেরে দিয়েছেন বলেই মানুষ সত্যবিমুখ কিংবা অবিশ্বাসে নিপতিত হয় ব্যাপারটা তা নয়।
আল্লাহ মানুষকে বিশ্বাসের স্বাধীনতা দিয়েছেন।মানুষ তার বিবেক বুদ্ধি ব্যবহার করে আল্লাহকে বিশ্বাস বা অবিশ্বাস করতে পারে।কেউ যদি নিজের ইচ্ছায় আল্লাহকে অবিশ্বাস করে,আল্লাহ তাকে সে দিকেই পরিচালিত করেন। আল্লাহ বলেন-
সুরা কাহাফ-২৯
বলুনঃ সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত। অতএব, যার ইচ্ছা, বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক।
ফুসিলাত-১৭
অতঃপর তারা সৎপথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করল।
সুরা বাকারা-১৭৫
এরাই হল সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করেছে এবং (খরিদ করেছে) ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব।
উপরোক্ত আয়াতগুলো থেকে পরিষ্কারভাবে বুঝা যায়, মানুষ তার স্বাধীন ইচ্ছায় অবিশ্বাসের পথ বেছে নেয়। আর আস্তে আস্তে তার চোখ,কান,হৃদয়ে পর্দা পড়ে যায়।
মানুষকে স্বাধীনতা দেয়ার পর সে অবিশ্বাস করলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন এটা একটি আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন।অতএব যে কেউ অবিশ্বাস করবে তার অন্তরে মোহর লেগে যাবে।তাই ব্যাপারটা এমন নয় যে আল্লাহ ইচ্ছা করেই আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছনে।আল্লাহর সাথে তো আমাদের জমিজমা সংক্রান্ত কোন শত্রুতা বা অন্য কোন শত্রুতা নেই যে আল্লাহ ইচ্ছা করেই আমাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন।এ মোহর মুলত আমাদের কার্যক্রমেরই ফল।