প্রথম মুসলীম কে?
৬:১৪ বলছে যে, মুহাম্মদ হল প্রথম মুসলীম।
অসংগতি: ২:৩৭ বলছে যে, আদম ছিল প্রথম মুসলীম।
অসংগতি: ২:১৩১ বলছে যে, ইব্রাহিম ছিল প্রথম মুসলীম।
অসংগতি: ২:১৩১ বলছে যে, মুছা ছিল প্রথম মুসলীম।
জবাব:
কোন দিন কোরাআন উল্টিয়ে না দেখে আবুলদের অনুবাদ থেকে কপি পেস্ট করলে এ অবস্থাই হয় । আরবীতে ইসালাম শব্দের অর্থ আত্মসমর্পন করা অর্থাৎ নিজের ইচ্ছেকে আল্লাহর হাতে সমর্পন করা। আর মুসলিম অর্থ যে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পন করেছে।
১. আদম আ. প্রথম মানুষ যিনি নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পন করেছেন।
২. মুছা আ. বনি ইসরাঈলদের মধ্যে প্রথম মুসলীম অথাৎ প্রথম মানুষ যিনি নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পন করেছেন।
৩. ইব্রাহিম আ.ছিলেন তাঁর সময়ের প্রথম মুসলীম।
৪. মুহাম্মদ স. ইসলাম ধর্মের প্রথম মুসলীম অথাৎ প্রথম মানুষ হিসেবে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পন করেছেন।
একটা উদাহরন দিই: বাংলাদেশের প্রথম সেঞ্ঝুরিয়ান অপি, বুলবুল, আশরাফুল তিন জনই কিভাবে?
১. অপি প্রথম ODI সেঞ্ঝুরিয়ান
২.বুলবুল প্রথম টেস্ট সেঞ্ঝুরিয়ান
৩.আশরাফুল প্রথম সর্ব কনিস্ট টেস্ট সেঞ্ঝুরিয়ান.
ধন্যবাদ, আশা করি উত্তরটা পেয়েছেন।