কুকুর নিকৃষ্ট প্রানী!

কুকুর একটি নিকৃষ্ট প্রানী, ইসলামে কুকুর পুষতে নিষেধ করা হয়েছে!

জবাব:

কোরানে তো কোথাও কুকুর পুষতে নিষেধ করা হয় নি।

সুরা কাহফ(১৮) আয়াত ১৮
তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহাদ্বারে প্রসারিত করে। যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে, তবে পেছন ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতংক গ্রস্ত হয়ে পড়তে।

উপরোক্ত আয়াতে কিছু আল্লাহভীরু লোকের কথা বলা হয়েছে , যাদের সাথে তাদের কুকুরও ছিল। আল্লাহর নিষেধ থাকলে তারা নিশ্চয় কুকুর সাথে রাখত না।

সুরা আল মায়দাহ(৫) আয়াত ৪
তারা আপনাকে জিজ্ঞেস করে যে, কি বস্তু তাদের জন্যে হালাল? বলে দিন, তোমাদের জন্যে পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান কর শিকারের প্রতি প্রেরণের জন্যে এবং ওদেরকে ঐ পদ্ধতিতে প্রশিক্ষণ দাও, যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্যে ধরে রাখে, তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ কর। আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয় আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।

শিকারী কুকুরের শিকার যদি হালাল হয় , সেখানে কুকুর পোষার নিষেধের প্রশ্নই ওঠে না।