লুটের মাল ঘুষ দেওয়া!
আল্লাহর কি প্রয়োজন পড়লো তার অনুসারিদের লুটের মাল ঘুষ দেওয়ার (৪৮:২০, ৮:৪১) ?
জবাব :
৪৮:২০
আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন, যা তোমরা লাভ করবে। তিনি তা তোমাদের জন্যে ত্বরান্বিত করবেন। তিনি তোমাদের থেকে শত্রুদের স্তব্দ করে দিয়েছেন-যা তে এটা মুমিনদের জন্যে এক নিদর্শন হয় এবং তোমাদেরকে সরল পথে পরিচালিত করেন।
৮:৪১
He has “promised you [people] many future gains”: He has hastened this gain for you. He has held back the hands of hostile people from you as a sign for the faithful and He will guide you to a straight path.
ধরে নিচ্ছি আল্লাহর বিশ্বাসীদেরকে ভবিষ্যৎ বাণী দেওয়াটাকে আপনি ঘুষ হিসেবে নিয়েছেন।
আমি এটাকে ঘুষ হিসেবে দেখতাম যদি আয়াতটি বলত, I am giving you some bounty, go fight now.
কিন্তু ব্যপারটা সেরকম না। আল্লাহ এখানে বিশ্বাসীদেরকে অর্থনৈতিক কষ্ট নিয়ে দুশ্চিন্তা না করার জন্য আগাম নিশ্চয়তা দিয়েছেন।
ঘুষের সংজ্ঞা আশা করি জানেন? যখন কাউকে আগাম টাকা দেওয়া হয় কোন একটা কাজ করার জন্য এবং কাজটা হোক বা না হোক, টাকাটা সে ঠিকই পায় – সেটাই ঘুষ।
আল্লাহ এখানে কোন বাড়তি টাকার প্রতিশ্রুতি দিচ্ছেন না। তিনি এখানে শুধু ভবিষ্যৎ বাণী করছেন যে যুদ্ধে অনেক পরিত্যক্ত সম্পত্তি পাওয়া যাবে।